বেসিক কম্পিউটা্র এপ্ল্যিকেশনস ট্রেনিং
শিক্ষার্থীঃ মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে বর্তমানে ৩৫ জন শিক্ষার্থী এই বেসিক কোর্সে প্রশিক্ষণ গ্রহণ করছে। এর মধ্যে প্রথম শিফটে ১৫ এবং ২য় শিফটে ২০ জন শিক্ষার্থী রয়েছে।
প্রশিক্ষকঃ কম্পিউটার টেকনোলজির উপর দক্ষ এবং অভিজ্ঞ এমন ৮ জনের একটি প্রশিক্ষক দল সহজ ও সঠিকভাবে প্রশিক্ষন দিয়ে আসছে। তারা প্রত্যেকেই কম্পিউটার টেকনোলজির এর উপর বিভিন্ন ডিগ্রী অর্জন করে দেশে এবং বিদেশে একাধিক প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
পাশের হারঃ মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের বেসিক কোর্সের গড় পাশের হার ৯৯.৯৫%।
অবোকাঠামোঃ মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের প্রশিক্ষণের জন্য রয়েছে একটি হেভি ইকুয়মেন্ট, উন্নত্মানে মাল্টিমিডিয়া, স্পীকার সম্বলিত ল্যাব। এই কম্পিউটার ল্যাবে প্রশিক্ষনের জন্য রয়েছে একটি ৩০টির উপর হাই কনফিগারেশন কম্পিউটার এবং ১৫টি উন্নতমানের ল্যাপটপ।
ভর্তি সংক্রান্তঃ মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের বেসিক কোর্সের মেয়াদ কাল ৬মাস। জানুয়ারি এবং জুলাই সেশনে শিক্ষার্থী ভর্তি হতে পাড়ে। প্রতি সেশনে আসন সংখ্যা ৪০ জন করে। প্রশিক্ষণ গ্রহন করার পর বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড কতৃক সনদ প্রদান করা হয়ে থাকে। উক্ত কোর্সে ভর্তি হওয়ার জন্য নূন্যতম এসএসসি পাশ হতে হবে। ভর্তি সংক্রান্ত যেকোন তথ্যের জন্য যোগাযোগ করুনঃ জনাব প্রকৌঃ মোঃ আব্দুল্লাহ আল মাহফুজ, একাডেমিক সেকশন, মোবাইলংঃ 01575188675, ইমেইলঃ tscmagura@yahoo.com।
25876