একাডেমি সেকশন
একাডেমিক সেকশন
মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের একাডেমিক কার্যক্রম সুষ্ঠ এবং সুশৃঙখল নিয়মতান্ত্রিকভাবে সম্পন্ন করতে নিম্নে বর্ণিত বিভাগটি সদা কাজ চালিয়ে যাচ্ছে। একাডেমিক কার্যক্রম সংক্রান্ত যেকোন তথ্য, উপাত্ত, অভিযোগ, তাৎক্ষনিক সমস্যার সমাধানের জন্য নিম্নে বর্নিত কমিটির সদস্যদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলোঃ
|
নাম |
প্রকৌশলী মোঃ কামরুজ্জামান |
পদবী |
চীফ ইনস্ট্রাক্টর (রেডিও এন্ড টিভি) |
|
দায়িত্ব |
একাডেমিক ইনচার্জ |
|
মোবাইল নং |
০১৭৯২৬৭৪৮৩৭ |
|
ইমেইলঃ |
kzamantsc71@gmail.com |
|
|
নাম |
তুষার কান্তি সরকার |
পদবী |
জুনিয়র ইন্সট্রাক্টর (ইলেকট্রিক্যাল) |
|
দায়িত্ব |
সহযোগী একাডেমিক ইনচার্জ |
|
মোবাইল নং |
01741796625 |
|
ইমেইলঃ |
sarkartausher@gmail.com |
|
একাডেমিক সেকশনের কার্যক্রমঃ
মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের একাডেমিক কার্যক্রমগুলো নীচে তুলে ধরা হলোঃ
Ø নবম শ্রেণি ও একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা।
Ø ভর্তিকৃত শিক্ষার্থীদের তালিকা প্রস্তুত করা।
Ø সকল শ্রেণির আভ্যন্তরীণ পরীক্ষা ও বোর্ড সমাপনী পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করা।
Ø ক্লাশ রুটিন প্রস্তুত করা ও সমন্বয় করা।
Ø বার্ষিক পাঠ পরিকল্পনা তৈরী ও সমন্বয় করা।
Ø টেবুলেশন শীট ও ফলাফল তৈরী করা।
Ø বোর্ড হতে প্রাপ্ত নম্বরপত্র ও সনদপত্র শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা।
Ø অধ্যায়ন শিক্ষার্থীদের ও পাশকৃত শিক্ষার্থীদের প্রত্যায়ন পত্র প্রদান।
Ø শ্রেণি কার্যক্রম মনিটরিং করা।
Ø শিক্ষার্থী পরিসংখ্যান ও ফলাফল সংক্রান্ত তথ্য প্রদান।
25876