জেএসসি স্তর
স্বাধীনত পরবর্তী সময়ে ১৯৮৪ সালে দক্ষ কারিগরি নাগরিক গড়ে তোলার লক্ষ্যে মাত্র দুইটি বিষয়ে বেসিক কোর্স তিন মাস এবং ছয় মাস মেয়াদি প্রশিক্ষণ দেওয়ার জন্য মাগুরা ভোকেশনাল ট্রেনিং ইনিস্টিউট স্থাপন করা হয়। পরবর্তিতে ১৯৯৭ সালে কারিগরি শিক্ষা মান উন্নয়নের লক্ষ্যে এই প্রতিষ্ঠানে এসএসসি (ভোকেশনাল) পাঠদান কার্যক্রম চালু হয়। ২০০১ সালে এর নাম পরিবর্তন করে রাখা হয় মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ। তখন থেকে আমাদের এই প্রতিষ্ঠানে এসএসসি (ভোক) এবং এইচএসসি (ভোক) শিক্ষা কার্যক্রম অব্যাহত আছে। সর্বশেষ সংকলন হিসেবে ২০১৬ সাল থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কার্যক্রম শুরু হয়। এবং ২০২১-২২ শিক্ষাবর্ষ হতে প্রি ভোকেশনাল- ৬ষ্ঠ,৭ম ও ৮ম শ্রেণির শিক্ষা কার্যক্রম শুরু হয়।
আমাদের এই প্রতিষ্ঠানে জেএসসি(ভোক), এসএসসি (ভোক) এবং এইচএসসি (ভোক) শিক্ষা কার্যক্রম অব্যাহত আছে। সাধারণ ও কারিগরি শিক্ষার সমন্বয়ে প্রণীত জেএসসি(ভোক), এসএসসি (ভোকেশনাল) ও এইচএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রম সাধারণ শিক্ষা বোর্ডের যথাক্রমে জেএসসি, এসএসসি ও এইচএসসি শিক্ষাক্রমের বিজ্ঞান বিভাগের সমমান হওয়ায় এ শিক্ষা ব্যবস্থার চাহিদা দিন দিন আরো বৃদ্ধি পাচ্ছে। ২০২২ সাল থেকে অত্র প্রতিষ্ঠানটি অত্যন্ত সফলতার সাথে সৎ,যোগ্য ও আলোকিত দক্ষ মানুষ গড়ার মাধ্যমে একটি সুশৃংখল জাতি গঠনে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রতিষ্ঠানটি কাশিয়ানী জেলার একটি মাত্র সরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। বর্তমানে চারটি টেকনোলজিতে মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে শিক্ষা প্রদান করা হয়ে থাকে।
৬ষ্ঠ থেকে ৮ম শ্রেনী পর্যন্ত জে এস সি(ভোকেশনাল) শিক্ষাক্রম ২০২২ সাল হতে অত্র প্রতিষ্ঠানে চলমান রয়েছে।
25876